মদিনা থেকে ফিরে সিলেটে অনুশীলন শুরু জামাল ভূঁইয়াদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ মার্চ ২০২৩

সৌদি আরবের মদিনায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে শুক্রবার বিকেলে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। মদিনা থেকে রিয়াদ হয়ে ঢাকায় আসেন জামাল ভূ্ইঁয়ারা। এরপর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকেই ফুটবল দল চলে যায় সিলেটে। সেখানে ২৫ ও ২৮ মার্চ দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় সৌদি থেকে ঢাকায় এসে পৌঁছেছি। এরপর রাত সাড়ে ৮ টার দিকে রওনা হয়ে আসি সিলেটে। যে দুই ফুটবলার পাসপোর্ট সমস্যার কারণে শেষ পর্যন্ত সৌদি আরব যেতেই পারেননি তারা বিমান বন্দরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ২৭ ফুটবলার নিয়ে শনিবার সিলেটে অনুশীলন শুরু হয়েছে।’

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শনিবার সিলেটে প্রথম অনুশীলন করিয়েছেন দলকে। বিকেলে অনুশীলন হয়েছে সিলেট বিকেএসপি’র মাঠে। রোববার একই সময় সেখানে দ্বিতীয় দিনের অনুশীলন হবে।

১০ দিনের প্রস্তুতির পাশাপাশি জামাল ভূঁইয়ারা মদিনায় দুটি ম্যাচও খেলেছে। একটি প্রতিপক্ষ ছিল মদিনার শীর্ষস্থানীয় ক্লাব ওহুদ এবং অন্যটি আফ্রিকার দেশ মালউই। দুটি ম্যাচই বাংলাদেশ ড্র করেছে ১-১ গোলে। ১২৪ নম্বর র‌্যাংকিংয়ে থাকা মালাউই’র বিপক্ষে ড্র করে বেশ খুশি বাংলাদেশের ফুটবলাররা। আফ্রিকার দেশের বিপক্ষে সিরিজ খেলার আগে আরেকটি আফ্রিকান দেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বেশ কাজে দেবে বলেই মনে করছেন বাংলাদেশ দলের ফুটবলাররা।

সিলেটে হওয়ার কথা ছিল তিন দেশের সিরিজ। অন্য দলটি ছিল ব্রুনাই দারুসসালাম। তবে ব্রুনাই শেষ মুহূর্তে আসতে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ এখন দুটি ম্যাচ খেলবে সিশেলসের বিপক্ষে।

মদিনার প্রস্তুতি সম্পর্কে সিনিয়র খেলোয়াড় তপু বর্মন বলেছেন, ‘গতকাল আমরা সৌদি আরব থেকে দেশে ফিরেছি। একটা লম্বা ভ্রমণ ছিল। আমরা সকালে বিশ্রাম নিয়েছি এবং বিকেলে মাঠে এসে অনুশীলন করেছি। আমরা খেলোয়াড়রা সবাই সুস্থ আছি এবং ভালো আছি। সৌদিতে আমরা যে অনুশীলন করেছি সেটা অনেক ইতিবাচক হয়েছে। আমরা মুখিয়ে আছি ২৫ ও ২৮ মার্চ সিশেলসের বিপক্ষে ম্যাচ খেলতে। এই ম্যাচ দুটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সৌদিতে আমরা অনুশীলনের পাশাপাশি দুটি ম্যাচও খেলেছি। দুটি ম্যাচই ড্র করেছি। আশা করি, সেখানে যেভাবে আমরা একটি দল হয়ে ছিলাম তা সিলেটে কাজে লাগাতে পারবো।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।