সৌদির চাকরি ছেড়ে ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন মেসিদের হারানো সেই কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৩

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। আর্জেন্টিনার মতো বিশ্বসেরা দলকে ২-১ গোলে হারিয়ে দিয়ে বিস্ময় সৃষ্টি করেছিল ফুটবল বিশ্বে। সৌদি আরবের এই জয়ের পেছনে যে লোকটির অবদান সবচেয়ে বেশি ছিল, তিনি হলেন কোচ হার্ভ রেনার্ড।

ফরাসি এই কোচ অবশেষে সৌদি আরবের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন। তিনি এখন আর সৌদি ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন না। হার্ভ রেনার্ড দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্রান্স ফুটবল দলের।

তবে এটা ভাবার প্রয়োজন নেই যে, দিদিয়ের দেশমকে বাদ দিয়ে আবার রেনার্ডকে নিলো কি না ফ্রান্স ফুটবল ফেডারেশন! মূলত ফ্রান্স নারী ফুটবল দলের কোচের দায়িত্ব নিতেই সৌদি আরবের কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে হার্ভ রেনার্ড তাদের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ২০১৯ সালের জুলাইতে সৌদি আরবের দায়িত্ব নেন ৫৪ বছর বয়সী এই কোচ।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হার্ভ রেনার্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই তারা চুক্তি শেষ করতে যাচ্ছেন। সে সঙ্গে হার্ভ রেনার্ডের পরবর্তী কর্মস্থলে সাফল্যও কামনা করেছেন তারা।

সৌদি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসের আল মিশাল বলেন, ‘রেনার্ড তার দেশ থেকেই একটি প্রস্তাব পেয়েছে এবং তিনি আশা করছেন, এই সুযোগটা গ্রহণ করার জন্য। আমরা বর্তমান আন্তর্জাতিক উইনডোর চারদিন আগেই এটা জেনেছি ফ্রান্স ফুটবল ফেডারেশনের একটি মেইল থেকে। এরপর আমরা বোর্ড মেম্বারদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি এই অনুরোধটা গ্রহণ করার।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।