বাফুফে ইস্যুতে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৬ মে ২০২৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান ইস্যুতে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। শনিবার পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের লোগো উন্মোচন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক ছিলেন তার কর্মকাণ্ড ও কার্যক্রমে অসততা ছিল বলে ফিফা কর্তৃক নিষিদ্ধ হয়েছেন। পরবর্তীতে ফুটবল ফেডারেশন থেকেও তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ফিফা কর্তৃক এ ধরনের নিষেধাজ্ঞা সত্যি আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। এটা দেশেরও ভাবমূর্তির বিষয়।’

বাফুফের চলমান বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নিতে চান না। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ফুটবল ফেডারেশন বিষয়টি তদন্ত করছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও আমাদের তদন্তের নির্দেশনা দিয়েছে। এ কারণেই আমরা সরাসরি কিছু করছি না।’

ফিফাকে শক্তিশালী সংগঠন হিসেবে উল্লেখ করে দেশের খেলাধুলার এই অভিভাবক বলেছেন, ‘ফিফা বিশ্বের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। তাই এমন কোনো কাজ আমরা করবো না, যে কাজটি করলে ব্যক্তির ওপর আসা নিষেধাজ্ঞা দেশের ওপর এসে পড়ে। তাই আমরা একটু ভেবেচিন্তে পদক্ষেপ নিচ্ছি। আমরা চাই না যে, এমন কোন সিদ্ধান্ত আসুক যে সিদ্ধান্তের জন্য ফুটবল ক্ষতিগ্রস্থ হবে। এর জন্যই আমরা ধীরগতিতে আগাচ্ছি। তবে অবশ্যই যারা এ ধরনের অন্যায় করেছে তাদের শাস্তি হবে।’

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।