নেশন্স কাপের চ্যাম্পিয়ন কে? ক্রোয়েশিয়া না স্পেন?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৮ জুন ২০২৩

আন্তর্জাতিক ফুটবলে সাফল্য অনেক; কিন্তু এখনও কোনো শিরোপা জেতা হয়নি ক্রোয়েশিয়ার। ২০১৮ বিশ্বকাপের ফাইনালও খেলেছিলো তারা। সেবার ফ্রান্সের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছিলো। আবার ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলো ক্রোয়াটরা।

তবে এবার একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লুক মদরিচরা। উয়েফা নেশন্স কাপের ফাইনালে ওঠার পর সেই শিরোপার সাফল্যের স্বপ্নই দেখছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটি।

ক্রোয়েশিয়ার স্বপ্ন পূরণে এখন সবচেয়ে বড় বাধাটির নাম স্পেন। কো লুইসি ডি লা ফুয়েন্তে প্রথম অ্যাসাইনমেন্টেই দলকে তুলে এনেছেন ফাইনালে। তার ক্ষুরধার মস্তিষ্ক ক্রোয়েশিয়াকে বঞ্চিত করতে পারে আরও একবার।

কিন্তু তা যে খুব কঠিন হতে যাচ্ছে, সেটা মানছেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই কঠিন। স্পেন শক্তিশালী দল।’

সেমিফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ক্রোয়েশিয়া। অন্য সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।

বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। সরাসরি দেখাবে, টেন টু।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।