বাফুফেকে প্রিমিয়ার লিগের ৪ ক্লাবের চিঠি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৫ জুলাই ২০২৩

দ্বিতীয় দল হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অবনমন নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আলোচনাও সমাপ্ত। ২১ ও ২২ জুলাই শেষ রাউন্ড হবে লিগের। ২২ জুলাই পর্দা নামবে এবারের ঘরোয়া ফুটবল মৌসুমের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গঠনতন্ত্র অনুযায়ী এবার নেমে যাবে দুটি ক্লাব, চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠবে দুটি ক্লাব। আজমপুর ফুটবল ক্লাবের অবনমন নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় দল হিসেবে নেমে যাওয়ার শঙ্কায় ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ এমএফএস, চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস ফুটবল ক্লাব। আর তখনই এই চারটি ক্লাব বাফুফেকে চিঠি দিয়েছিল রেলিগেশন নিয়ে।

চার ক্লাবের চিঠির বক্তব্য ভিন্নভিন্ন হলেও চাওয়াটা ছিল এক রকমই। এই যেমন কোনো ক্লাবের দাবি রেলিগেশন একটি করা হোক, কোনো ক্লাবের দাবি লিগের দল করা হোক জোড় সংখ্যার। জোড় সংখ্যার দল করতে গেলেও রেলিগেশন একটি করতে হবে।

এই চার ক্লাবের মধ্যে মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের প্রতিনিধিরা বৃহস্পতিবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে দেখা করেও তাদের দাবি-দাওয়ার কথা বলেছেন।

'ওরা আমার কাছে এসেছিল। ওই ক্লাবগুলো চেয়েছে লিগটা যাতে জোড়া সংখ্যার দল নিয়ে করি। যে কারণে একটি দল রেলিগেশন করার দাবি তাদের। আমি তাদের কথা শুনেছি'-শনিবার জাগো নিউজকে বলেছেন বাফুফে সভাপতি।

ক্লাবগুলোর এই দাবি নিয়ে কিছু ভাবছেন? বাফুফে সভাপতির জবাব, 'আসলে এসব নিয়ে এখনো কিছু ভাবিনি। ক্লাবগুলোর কথা শুনেছি শুধু। এর মধ্যে কোনো সভাও হয়নি লিগ কমিটির। সভা এখনো ডাকাও হয়নি। তাই এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।'

২২ জুলাই শেষ হচ্ছে বর্তমান মৌসুম। নতুন মৌসুমের খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় একটু এগিয়ে আনা হবে বলে শোনা যাচ্ছে। তেমন কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আছে কি? বাফুফে সভাপতি বলেন, 'ট্রান্সফারের সময় নিয়ে আমরা ফিফার মতামত চেয়ে এরই মধ্যে চিঠি দিয়েছি। ফিফা যেভাবে বলবে সেভাবেই আমরা দলবদলের সময় নির্ধারণ করবো।'

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।