প্রতিপক্ষ ফুটবলারের পা ভেঙে নিজেই কেঁদে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১০ পিএম, ০২ আগস্ট ২০২৩

রিয়াল মাদ্রিদ থেকে অলিম্পিয়াকোস, এরপর এই বছর নিজেদের দেশের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মার্সেলো। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার নিজ দেশে ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তোদেরেসের ম্যাচ খেলতে নেমেই বিপত্তি বাধিয়ে দিলেন। তার পায়ের চাপে ভেঙে দু’টুকরো হয়ে গেলো আর্জেন্টিনোস জুনিয়রের ২৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো সানচেজের পা।

বুয়েন্স আয়ার্সে মঙ্গলবার কোপা লিবারতোদেরেসের ম্যাচ মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং আর্জেন্টিনোস জুনিয়র্স। ওই ম্যাচেই ঘটে এই ঘটনা। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়। তবে প্রতিপক্ষ ফুটবলারের পা ভেঙে নিজেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো।

ম্যাচের ৫৬ মিনিটের মাথায় ঘটে ঘটনাটি। মার্সেলো বল নিয়ে এগুচ্ছিলেন। ওই সময় তাকে আটকানোর জন্য সামনে থেকে এগিয়ে আসেন স্যানচেজ। ওই সময় মার্সেলোর পা উঠে যায় প্রতিপক্ষের পায়ের উপর। হাঁটু থেকে ঘুরে যায় পা।

তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে, তার সুস্থ হতে এক বছর সময় লাগবে। তখন মার্সেলোকে লাল কার্ড দেখানো হয়। লাল কার্ড দেখে মাঠ থেকে বের হওয়ার সময় মার্সেলো নিজের ভুলের কারণে কেঁদে দেন।

Marcelo

ম্যাচ শেষে মার্সেলো বলেন, ‘মাঠে আমার সময়টা খুব খারাপ ছিল। একজন ফুটবলারকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। আশা করব স্যানচেজ দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

ব্রাজিলের ক্লাব এবং ফুটবলারদের ব্যবহারে খুশি আর্জেন্টিনোস জুনিয়র্সও। ওই ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে যে, ‘আমরা প্রতিপক্ষ, শত্রু নই।’ ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো যদিও মার্সেলোকে লাল কার্ড দেখানোর ঘটনায় খুশি হতে পারেননি। তিনি বলেন, ‘মার্সেলো ইচ্ছাকৃতভাবে মারেনি। অনিচ্ছাকৃত একটি ঘটনা।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।