লোনে বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১২ আগস্ট ২০২৩

পিএসজি ছাড়ার বিষয়ে জনসমক্ষে কখনও কিছু বলেননি নেইমার। তবে একটা গুঞ্জন আছে অনেকদিন ধরেই, ব্রাজিলিয়ান তারকা নতুন ক্লাব খুঁজছেন। বিশেষ করে 'বন্ধু' লিওনেল মেসি পিএসজি ছেড়ে চলে যাওয়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে।

নেইমার নাকি তার পুরনো ক্লাব বার্সেলোনাতে ফিরতে আগ্রহী। কিন্তু এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়ার মত আর্থিক অবস্থা নেই বার্সার। তাহলে উপায়? উপায় একটা আছে। পিএসজি থেকে নেইমারকে লোনে নিতে পারে বার্সা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বার্সেলোনার পক্ষ থেকে নাকি পিএসজির কাছে নেইমারকে দলে নিতে ৫২ কোটি পাউন্ড মূল্যের প্রস্তাব দেওয়া হয়েছে। আর তা বাস্তব হলে এই গ্রীষ্মেই হতে পারে চুক্তি।

বার্সেলোনা নাকি এরইমধ্যে নেইমারকে ফেরানোর ব্যাপারে খসড়াও তৈরি করে ফেলেছে। আপাতত তারা ব্রাজিলিয়ান তারকাকে লোনে দলে নিতে চাইছে। এর পর তাকে পাকাপাকিভাবে দলে নেওয়ার জন্যও ঝাঁপাবে স্প্যানিশ ক্লাবটি।

নেইমারের ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি নিজেও বার্সেলোনাতে খেলতেই অনেক বেশি আগ্রহী। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার আগেই নেইমার নিজেই স্পেনে যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।