ব্রাজিল দল

নতুন কোচের অধীনে ফিরছেন নেইমার, বাদ পাকুয়েতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৯ আগস্ট ২০২৩

দিন কয়েক আগে আকাশছোঁয়া পারিশ্রমিকে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। এবার খবর এলো, চোট কাটিয়ে ব্রাজিল জাতীয় দলেও ফিরছেন নেইমার।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে ৮ সেপ্টেম্বর, বেলেমে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ সেপ্টেম্বর লিমাতে খেলবে পেরুর বিপক্ষে। এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে সেলেসাওরা।

ব্রাজিলের ২৩ সদস্যের এই দল ঠিক করেছেন নতুন কোচ দিনিজ। তিতের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর ৪৯ বছর বয়সী ব্রাজিলিয়ান এই কোচের ঘোষণা করা প্রথম স্কোয়াড এটি।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকে ব্রাজিলের হলুদ জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। এবার ভক্তদের সেই অপেক্ষা শেষ হতে চলেছে।

তবে এই দলে শেষ মুহূর্তে বাদ পড়েছেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলের অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজ জানিয়েছেন, ওই ঝামেলার কারণেই পাকুয়েতা শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাদ পড়েছেন। যদিও পাকুয়েতার দাবি, তিনি কখনও কোনও ধরনের বেটিংয়ে অংশ নেননি। এই খবরে নিজেও বিস্মিত।

২৩ জনের দলে জায়গা পেয়েছেন সৌদি প্রো লিগের দল আল আহলিতে যোগ দেওয়া ইবানেজ। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ গ্যাব্রিয়েল জেসুস।

ব্রাজিল দল
গোলকিপার: এলিসন বেকার, এডেরসন, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, ভ্যানডারসন, হেনরিখ, রেনান লদি, ইবানেজ, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকিনিওস, নিনো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, জোয়েলিনতন, কাসেমিরো, রাফায়েল ভেইগা
ফরোয়ার্ড: আন্তোনি, নেইমার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।