চুমুকাণ্ডে প্রবল চাপে স্প্যানিশ ফুটবল প্রধান, আসছে ফিফার শাস্তি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৫ আগস্ট ২০২৩

এক চুমুকাণ্ডে যেন সব হারাতে বসেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। নিজের দেশে তো প্রবল চাপে আছেনই, এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারীদের বিশ্বকাপ জিতেছে স্পেন। তার পরেই পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে বসেন রুবিয়ালেস। এই ঘটনা ভালোভাবে নেননি হারমোসো। সাজঘরে ফিরে জানান, রুবিয়ালেসের এই ব্যবহার তার ভালো লাগেনি। হারমোসোর সেই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়।

বৃহস্পতিবার বিকেলে জারি করা এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘২০২৩ সালের ২০ আগস্ট ফিফা নারী বিশ্বকাপের ফাইনালের সময়ে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লুইস রুবিয়ালেস যে ঘটনা ঘটিয়েছেন, সেটার ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।’

ফিফার বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘ঘটনাটির ফলে ফিফা ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল ১৩-র ১ এবং ২-এর প্যারাগ্রাফ লঙ্ঘন হয়েছে। ফিফা সকল ব্যক্তির অখণ্ডতাকে সম্মান করার জন্য তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং এর বিপরীতে যে কোনও আচরণের তীব্র নিন্দা করে।’

রুবিয়ালেসের বিরুদ্ধে দেশেই বিক্ষোভ শুরু হয়েছে। অনেকেই রুবিয়ালেসের পদত্যাগ দাবি করছেন। সমালোচনার মধ্যে একটি ভিডিও বার্তায় ক্ষমা চান রুবিয়ালেস। তিনি বলেন, ‘আমি যা করেছি ভুল করেছি। সেটা আমি স্বীকার করছি। তবে আমার কোনও খারাপ অভিসন্ধি ছিল না। মুহূর্তের উত্তেজনায় সেই কাজ করে ফেলেছি।’

রুবিয়ালেসের এই মন্তব্যকে যথেষ্ট মনে করছেন না দেশটির প্রধানমন্ত্রী। কড়া বার্তা দিয়েছেন তিনি। স্পেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘রুবিয়ালেস যে ক্ষমা চেয়েছেন সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু ক্ষমা চাইলেই শুধু হবে না। তাকে আরও স্পষ্ট ভাবে জানাতে হবে যে কেন তিনি এই কাজ করেছেন। এই ধরনের আচরণ বরদাশত করা যায় না।’

স্পেনের সরকার দেশের ফুটবল সংস্থার প্রধানকে নিয়োগ বা বহিষ্কার করতে পারে না। ফলে রুবিয়ালেসকে চাইলেই বহিষ্কার করতে পারবেন না স্যাঞ্চেজ। সেই কারণে রুবিয়ালেসের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন তিনি, এমনটাই মত স্পেনের ফুটবল সংস্থার আধিকারিকদের।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।