বাংলায় সোল ডি মায়োর ব্যানার!

আর্জেন্টিনায় জামাল ভূঁইয়ার প্রথম ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৭ আগস্ট ২০২৩

 

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন আর্জেন্টিনা ফুটবল লিগে খেলা ফুটবলার। দেশটির তৃতীয় বিভাগের দল সোল ডি মায়োতে খেলার সুযোগ পেয়েছেন জামাল। আজই সোল ডি মায়োর জার্সিতে প্রথম মাঠে নামবেন জামাল ভূঁইয়া।

জামাল ভূঁইয়া প্রথম ম্যাচে খেলতে নামবেন আজ রাতে। সোল ডি মায়োর হয়ে খেলার জন্য একদিন আগেই আন্তর্জাতিক ছাড়পত্র পেয়েছেন তিনি। যে কারণে, আজ মাঠে নামতে তার সামনে আর কোনো বাধা থাকলো না।

Jamal

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় জার্মিনালের বিপক্ষে খেলতে নামবে সোল ডি মায়ো। জামাল ভূঁইয়ার প্রথম ম্যাচ। যে কারণে উচ্ছ্বসিত যেন আর্জেন্টিনা ক্লাবটির কর্মকর্তারাও।

বাংলাদেশের সমর্থকদের কথা চিন্তা করে সোল ডি মায়ো বাংলায় ব্যানার তৈরি করেছে। ফেসবুকে পোস্ট দিচ্ছে বাংলায় এবং ইউটিউবে ম্যাচটি ফ্রি’তে সরাসরি দেখানোর ব্যবস্থাও করছে তারা। বাংলায় ব্যানার লিখে এরই মধ্যে ইউটিউবে পোস্ট করে রেখেছে সোল ডি মায়ো।

Jagonews

জামালের খেলা যেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফি’তে সরাসরি দেখতে পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা করা হয়েছে বলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে। আর্জেন্টিনায় প্রবাসী বাংলাদেশিরাও জামালের প্রথম ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন।

সোল ডি মায়ো তাদের নিজেদের ফেসবুক পেজেও জামাল ভূঁইয়ার ছবি দিয়ে বাংলায় লিখে ব্যানার বানিয়ে প্রকাশ করেছে। বোঝাই যাচ্ছে, গুগল ট্রান্সলেটরে দিয়ে বাংলা অর্থ করার চেষ্টা করেছে তারা।

সেখানে লেখা হয়েছে, ‘জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় খেলেন এটি ২৭/০৮/২০২৩ রবিবার’। অর্থ্যাৎ, তারা বোঝানোর চেষ্টা করেছে, ২৭ আগস্ট রোববার জামাল ভূঁইয়ার খেলা।

আর্জেন্টিনায় জামাল ভূইয়ার প্রথম ম্যাচটি সরাসরি দেখা যাবে এই লিংকে

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।