১৫ জন নিয়ে সোমবার এশিয়াডের প্রস্তুতিতে নেমে পড়বেন ক্যাবরেরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষে আজ (শুক্রবার) সকালে হোটেল ছেড়ে বাসায় ফিরে গেছেন ফুটবলাররা। তবে ক্যাবরেরার ক্যাম্পের ১৫ ফুটবলারকে তিনদিন পরই আবার ফিরতে হবে। তারা আছেন এশিয়ান গেমসের ২২ জনের দলে। তিন দিনের ছুটি কাটিয়ে সোমবার সকালে হোটেলে রিপোর্ট করবেন ওই ১৫ ফুটবলার। বিকেলেই অনুশীলন শুরু হবে এশিয়ার গেমসের।

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ পুরুষ ফুটবল দল চীনের হাংজুতে যাবে ১৫ সেপ্টেম্বর রাতে। হ্যাভিয়ের ক্যাবরেরা এশিয়ান গেমের প্রস্তুতির জন্য সেশন পাবেন সর্বোচ্চ চারটি। পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ নাও আসতে পারে।

যে ২২ ফুটবলার যাবেন এশিয়ান গেমসে তাদের ৭ জন থাইল্যান্ড আছেন অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার জন্য। কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে ওই ৭ ফুটবলার দেশে ফিরবেন ১৩ সেপ্টেম্বর। মেহেদী হাসান শ্রাবণ, পিয়াশ আহমেদ নোভা, রফিকুল ইসলাম, শহিন আহমেদ, শাকিল হোসেন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদরা দেশে ফিরে ক্যাম্পে উঠেই চীনে যাওয়ার জন্য তৈরি হবেন।

ক্যাবরেরার সহকারী হাসান আল মামুন জাগো নিউজকে বলেছেন,‘থাইল্যান্ডে অনূর্ধ্ব-২৩ দলের শেষ ম্যাচ ১২ সেপ্টেম্বর। পরের দিন তারা দেশে রওনা হবে। থাইল্যান্ড থাকা ৭ ফুটবলারকে নিয়ে একটি সেশন অনুশীলনের সুযোগ হয়তো পাওয়া যেতে পারে।’

এশিয়ান গেমস ফুটবলের ২২ সদস্যের দলে ৬ টি পরিবর্তন এসেছে জামাল ভূঁইয়াসহ। জাতীয় দলের অধিনায়ক আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি এশিয়ান গেমস খেলতে পারবেন না। নতুন ক্লাব আর্জেন্টিনার সোল দা মায়ো তাকে ছাড়বে না। যে কারণে বাফুফে জামালের নাম প্রত্যাহার করে নিয়েছে এশিয়ান গেমসের দল থেকে। সেই সঙ্গে পরির্বতন করেছে আরো ৫ খেলোয়াড়।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের জন্য যাদের নিয়ে ক্যাম্প করেছিলেন কোচ ক্যাবরেরা সেখানে আছেন এশিয়ান গেমসের দলের মিতুল মারমা, পাপ্পু হোসেন, রহমত মিয়া, মুরাদ হাসান, ইসা ফয়সাল, মো. রিদয়, আবু সাইয়েদ, মজিবর রহমান জনি, রবিউল হাসান, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম ও জাফর ইকবাল। তাদের নিয়েই এশিয়াড ফুটবলের অনুশীলন শুরু করবেন ক্যাবরেরা।

এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের গ্রুপে আছে মিয়ানমার, ভারত ও স্বাগতিক চীন। ২৩ সেপ্টেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মাঠের লড়াই শুরু হয়ে যাবে আগেই। বাংলাদেশ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে খেলবে মিয়ানমারের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে ২৪ সেপ্টেম্বর।

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ গ্রুপ পর্ব টপকিয়ে নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছিল। কাতারকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এ কৃতিত্ব দেখিয়েছিল। এবার গ্রুপ পর্ব টপকানোর চ্যালেঞ্জ নিয়েই চীনে যাবে ফুটবল দল। যদিও গত আসরের মতো এবারের দলটি শক্তিশালী নয়।

আরআই/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।