নেইমারের চোখ ধাঁধানো গোল

বলিভিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপের পর এবারই প্রথম ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার। এরমধ্যে আবার দীর্ঘসময় ছিলেন ইনজুরিতে। এ সময়ের মধ্যে পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। যদিও সৌদি ক্লাবের হয়ে এখনও অভিষেক হয়নি ব্রাজিল তারকার। কিন্তু ইউরোপিয়ান ফুটবল ছেড়ে দিলেও যে তার পায়ের ধার মোটেও কমেনি, তা আরও একবার দেখিয়ে দিলেন তিনি।

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে নামলো ব্রাজিল। প্রতিপক্ষ বলিভিয়া। ঘরের মাঠে বলিভিয়ানদের পেয়ে রীতিমত গোল উৎসবে মেতেছিলো ব্রাজিল। জোড়া গোল করলেন নেইমার। এর মধ্যে একটি ছিল চোখ ধাঁধানো। প্রায় মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বেশ কয়েকজনকে কাটিয়ে গোল করলেন তিনি। বলিভিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো সেলেসাওরা।

দুর্ভাগ্য নেইমারের, হ্যাটট্রিক হলো না তার। প্রথমার্ধেই পেনাল্টি মিস করেছিলেন তিনি। কিন্তু এই পেনাল্টি মিস করাটাই যেন তাতিয়ে দিয়েছিলো তাকে। নেইমারের সঙ্গে জোড়া গোল করলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার রদ্রিগোও। বাকি গোলটি এসেছে বার্সা তারকা রাফিনহার কাছ থেকে। বলিভিয়ার হয়ে একটি গোল করেন ভিক্টর আবরেগো।

এই জোড়া গোলে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার। ব্রাজিলের হয়ে এখন নেইমারের গোল সংখ্যা ৭৯টি। পেলের গোল ছিল ৭৭টি।

রিয়াল মাদ্রিদের উদীয়মান ফুটবলার রদ্রিগো প্রথমে বলিভিয়ার গোলের তালা খোলেন। ২৪ মিনিটে গোল করেন তিনি। ৫৩ মিনিটে ব্রুনো গুইমারেসের থ্রো বল নিয়ন্ত্রণে নিয়ে বলিভিয়ার জালে বল জড়ান তিনি। ব্যবধান করেন ৩-০।

এর মাঝে ৪৭তম মিনিটে গোল করেন রাফিনহা। ম্যানইউ তারকা অ্যান্টোনির পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন এই বার্সা তারকা। সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন তিনি। নেইমারের পাস থেকে বল পেয়ে বক্সের এক প্রান্ত থেকে দারুণ এক শটে গোল করেন তিনি।

৬১ মিনিটে জটলার ভেতর রদ্রিগোর পাস থেকে বল পেয়ে দারুণভাবে বলিভিয়ার জালে বল জড়িয়ে দেন নেইমার। তবে ৯০+৩ মিনিটে তার করা গোলটি ছিল সত্যি চোখে লেগে থাকার মত, চোখ ধাঁধানো। বাম পাশে মাঝ মাঠে বল পেয়ে এককভাবে তিনি টেনে নিয়ে গেলেন। বেশ কয়েকজনকে কাটিয়ে এককভাবেই গোলটি করলেন তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।