এমবাপের গোলে কঠিন পরীক্ষায় পাস করলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’গ্রুপটাকে মৃত্যুকুপ বললেও কম বলা হবে যেন। একই গ্রুপে পড়েছে তিন দেশের তিন জায়ান্ট- পিএসজি, এসি মিলান এবং বরুশিয়া ডর্টমুন্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে তো আরও ভয়ঙ্কর মনে হওয়ার কথা। প্রিমিয়ার লিগে গত আসরে লিভারপুল, টটেনহ্যামের মত দলগুলোকে পেছনে পেলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে তারা।

সেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি দলের জন্যই ‘কঠিন’ পরীক্ষা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দিয়েছে পিএসজি। কঠিন পরীক্ষারই মুখোমুখি হতে হয়েছিলো প্যারিসের ক্লাবটিকে। তবে কিলিয়ান এমবাপের পেনাল্টি এবং মরক্কান তারকা আশরাফ হাকিমির দারুণ এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।

ডর্টমুন্ডের বিপক্ষে এই জয়ে কোচ লুইস এনরিকেও অনেকটা নির্ভার হতে পেরেছেন। এ নিয়ে চলতি মৌসুমে ৬ ম্যাচের মধ্যে মাত্র তৃতীয় জয় পেয়েছে তার দল। সপ্তাহের শুরুতেই লিগ ওয়ানের ম্যাচে হেরেছিলো পিএসজি। সেই পরাজয় থেকে বের হয়ে আসার জন্য এই জয়টা খুব প্রয়োজন ছিল তাদের।

এই জয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষেই থাকলো পিএসজি। অন্যম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এসি মিলান। ফলে তাদের হলো পয়েন্ট ভাগাভাগি।

প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের প্রথমার্ধে গোলেরই দেখা পায়নি পিএসজি ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে প্রথম দলকে লিড এনে দেন এমবাপে। এরপর ৫৮তম মিনিটে দ্বিতীয় গোল করেন মরক্কান তারকা আশরাফ হাকিমি।

জয়ের পর কোচ লুইস এনরিকে বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল চ্যাম্পিয়ন্স লিগটা জয় দিয়ে শুরু করা। আমি যে বিষয়টা বেশি পছন্দ করি, সেটা হলো আমরা অনেক বেশি ধারাবাহিক থাকবো এবং এই ম্যাচে আমরা সেটা করতে পেরেছি।’

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।