উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রিয়ালের তিনে তিন, রেকর্ডবুকে বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০২৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে 'সি' গ্রুপের খেলায় তারা অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং ব্রাগাকে। এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে স্প্যানিশ ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের এ জয়ের ম্যাচে গোল করেছেন রদ্রিগো এবং জুডে বেলিংহাম। উভয়ার্ধে একটি করে গোল করেন তারা। আলভারো দালো দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান কমান।

পর্তুগীজ ক্লাব ব্রাগা এ রাতটা দ্রুত ভুলে যেতে চাইবে। এটা ঠিক যে ম্যাচে খুব বেশি গোল হজম করতে হয়নি তাদের। তবে শুরু থেকে সফরকারী দল যেভাবে একের পর এক আক্রমণ রচনা করেছিল তা সামাল দেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। এরই মাঝে ১৬তম মিনিটে রদ্রিগো দলকে কাঙ্খিত গোল এনে দেন।

এক গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ একাধিক সুযোগ নষ্ট করেছে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়ারের কারণে মাদ্রিদের আক্রমণগুলো সুফল বয়ে আনতে পারেনি। বারবার তিনি ব্রাগার রক্ষণভাগের চালাকির কাছে ধরা খেয়েছেন। অফসাইডের ফাঁদে পা দিয়েছেন। তার মাঝে ৬১ মিনিটে রদ্রিগো ব্রাগার ফাঁদ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন এবং বেলিংহামকে দিয়ে গোল করান।

রিয়ালের হয়ে বেলিংহামের এটা এগার ম্যাচে দশম গোল। আর রিয়ালের ক্লাব ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন ম্যাচের সবকটিতে গোল করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। এর আগে ১৯৯৮ সালে এ কীর্তি গড়েছিলেন ক্রিশ্চিয়ান কারেম্বু।

দ্বিতীয় গোলের উৎসব শেষ হতে না হতেই রিয়ালকে চমকে দেয় ব্রাগা। রিয়ালের রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে ৬৩ মিনিটে দলকে গোল এনে দেন আলভারো দালো।

তিন ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৯ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। এদিন নাপোলি জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারায়। ব্রাগার পয়েন্ট ৩। বার্লিনের পয়েন্টের খাতা এখনো শূন্য।

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।