আর্জেন্টিনাই শীর্ষে

মালদ্বীপকে হারিয়ে ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ওঠা বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়েও সু-খবর পেয়েছে। আজ ঘোষিত তালিকায় বাংলাদেশ ৬ ধাপ এগিয়েছে। ১৮৯ থেকে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জামাল ভূঁইয়ারা পাঁচে। সামনে আছে ভুটান, নেপাল, মালদ্বীপ ও ভারত। পেছনে পাকিস্তান এবং শ্রীলংকা। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানও বড় লাফ দিয়েছে র‌্যাংকিংয়ে। ১৯৭ থেকে চার ধাপ এগিয়ে ১৯৪ নম্বরে দেশটি।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোম ম্যাচে ২-১ ব্যবধানে জিতে দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের র‌্যাংকিং পয়েন্ট ৮৯৪.২৩ থেকে বেড়ে হয়েছে ৯১২.৬৭।

ফিফার নতুন তালিকায় যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা। অবস্থান বদলায়নি দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স, তৃতীয় স্থানে থাকা ব্রাজিল, চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ও পাঁচে থাকা বেলজিয়ামের।

উন্নতি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়াকে টপকে তারা জায়গা করে নিয়েছে তালিকার ৬ নম্বরে। ফিফার র‌্যাংকিং তালিকায় দেশের সংখ্যা মোট ২০৭টি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।