পিএসজি ভক্তরা চায়নি আমি ব্যালন ডি’অর উদযাপন করি: মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। বছরের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটি পাওয়ার পর সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাথে তা ভালোভাবে উদযাপন করতে না পারার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।

প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমি নিশ্চিত নই যে, প্যারিসের মানুষ চায় আমি আমার পুরস্কারটি সবার সামনে উপস্থাপন করি। যেমনভাবে চেয়েছিলাম, বিভিন্ন কারণে প্যারিসে আমার সময়গুলো তেমনভাবে কাটেনি। প্যারিসে আমি দুই বছর থেকেছি এবং এখানে আমার কিছু ভালো বন্ধু আছে। শহরটিকে আমি অনেক ভালোভাবে উপভোগ করেছি। আমার ছেলে সত্যি শহরটাকে অনেক ভালোভাবে উপভোগ করেছে। প্যারিস ছাড়ার জন্য তাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। কারণ তারা শহরটি ছাড়তে চাইছিল না। তারা তাদের স্কুলে ও বন্ধুদের সাথে থাকতে চেয়েছিল।’

প্যারিস সম্পর্কে মেসি আরও বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য শহর। যেখানে আমি কিছুদিনের জন্য হলেও বসবাসের সুযোগ পেয়েছি। খেলার দৃষ্টিকোণ থেকে আমি যেমনটি চেয়েছিলাম তেমনটি হয়নি; কিন্তু আমি মনে করি, আমার জীবনে যতগুলো ভালো জিনিস ছিল তার মধ্যে এখানেই সবচেয়ে বেশি পেয়েছি’- মেসি যোগ করেন।

২০২১ সালে বার্সালোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। দুই মৌসুম খেলার পর ক্লাবের কর্তৃপক্ষের সাথে তার সম্পর্কের তিক্ততা তৈরি হতে থাকে। এমনকি মাঠে মেসিকে লক্ষ্য করে দুয়ো ধ্বনি দিতে থাকেন পিএসজির সমর্থকরা। এরপর পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন লিওনেল মেসি।

গতকাল সোমবার (৩০ অক্টোরব) ফ্রান্সের রাজধানী প্যারিসে বিভিন্ন ক্যাটাগরিতে বছরের সেরা ফুটবলারদের পুরস্কৃত করা হয়। সবচেয়ে আলোচিত ব্যালন ডি অ’র পুরস্কারটি মেসির হাতে উঠবে এটা ছিল অনুমিত। শেষ পর্যন্ত মেসির নামটিই ঘোষিত হলো।

এর আগে সাতবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতেছিলেন মেসি। ২০০৯ সালে প্রথমবারের মতো পুরস্কারটি জিতেছিলেন তিনি। চলতি ২০২৩ সালে অষ্টমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন এই ফুটবল জাদুকর।

এবার মেসির সাথে প্রতিযোগিতায় ছিলেন নরওয়েজিয়ান ফুটবলার ও ইংলিশ প্রিমিয়ার লিগের ফরোয়ার্ড আর্লিং হালান্ড। কিন্তু শেষ মেসির সাথে টিকে উঠতে পারেননি তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।