বসে নেই ক্যাবরেরা, ক্লাবে ক্লাবে গিয়ে দেখছেন শিষ্যদের অনুশীলন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৩
ছবি: আবাহনীর সৌজন্যে

২১ নভেম্বর লেবাননের বিপক্ষে ম্যাচ খেলার পর বিশ্বকাপ বাছাইয়ে দীর্ঘ বিরতি। পরের দুই ম্যাচ মার্চে ফিলিস্তিনের বিপক্ষে। বিরতির লম্বা এই সময়টায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা নজর রাখবেন ঘরোয়া ফুটবলে। ১ ডিসেম্বর থেকে আবার শুরু হচ্ছে স্বাধীনতা কাপের খেলা। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

গত মৌসুমেও দেখা গেছে জাতীয় দলের এসাইনমেন্ট না থাকলে ক্যাবরেরা ঘরোয়া ফুটবলের বিভিন্ন ক্লাবে গিয়ে তাদের অনুশীলন দেখেছেন। মাঠে খেলা থাকলে তাও নিয়মিত দেখেন। ব্যতিক্রম নেই এবারও।

লেবাননের বিপক্ষে ম্যাচের পর চারদিন বিশ্রাম নিয়ে তিনি নেমে পড়েছেন ক্লাবের অনুশীলন পরিদর্শনে। গতকাল (সোমবার) প্রথম দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় সহকারী কোচ হাসান আল মামুনকে নিয়ে ক্যাবরেরা গিয়েছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের অনুশীলন দেখতে।

মঙ্গলবার দ্বিতীয় দিনে আবাহনীতে গিয়েছিলেন ক্যাবরেরা ও হাসান আল মামুন। তিনি কিছুক্ষণ আবাহনীর অনুশীলন দেখেছেন। আবাহনীর আর্জেন্টাইন কোচ আন্দ্রেস দিয়েগো ক্রুসিয়ানির সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন আবাহনীতে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গেও। আগামীকাল (বুধবার) তৃতীয় দিনে কোচ যাবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অনুশীলন দেখতে।

সহকারী কোচ হাসান আল মামুন মঙ্গলবার রাতে জাগো নিউজকে বলেছেন, ‘এটা আমাদের রুটিন-ওয়ার্ক। গত মৌসুমেও জাতীয় দলের খেলার বিরতিতে কোচ বিভিন্ন ক্লাব পরিদর্শন করেছিলেন। ক্লাবগুলোর অনুশীলন দেখেছেন। কোন কোচ কিভাবে অনুশীলন করাচ্ছেন, খেলোয়াড়রা কেমন করছেন-এসব পর্যবেক্ষণ করে সবার সম্পর্কে একটা ধারণা রাখার চেষ্টা করছেন কোচ। পর্যায়ক্রমে সব ক্লাবের অনুশীলনেই যাবেন তিনি।’

লেবাননের বিপক্ষে ম্যাচের পর ক্যাবরেরার সঙ্গে কাজ করা কোচিং স্টাফের অন্য বিদেশিরা চলে গেছেন। তারা মূলত জাতীয় দলের সঙ্গে কাজ করেন চুক্তি ভিত্তিতে। জাতীয় দলের খেলার দীর্ঘ বিরতি পড়লেও ক্যাবরেরা ছুটিতে যাবেন কিনা, তা এখনো কিছু বলেননি।

‘জাতীয় দলের এখন এসাইনমেন্ট নেই। কোচ ছুটি পাবেন নিয়মমাফিক। তবে তিনি ছুটি নিয়ে দেশে যাবেন কিনা সে বিষয়ে এখনো কিছু বলেননি। চাইলে ছুটি পাবেন। সেটা কোচের ওপর নির্ভর করে’-বলছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।