ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘৯’ নম্বর জার্সি পরে খেলবেন এনড্রিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পিএম, ২০ জুন ২০২৪

ব্রাজিলের মতো দলের ক্ষেত্রে নয় নম্বর জার্সি ওজন অনেক। এই জার্সি পরেই খেলেছিলেন রোনালদো ফেনোমেনন। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদোর সেই ৯ নম্বর জার্সি পরেই কোপা আমেরিকাতে খেলতে দেখা যাবে ব্রাজিলের তরুণ তুর্কি এনড্রিককে।

সদ্যই রিয়াল মাদ্রিদে নাম লেখিয়েছেন এই ফুটবলার। ইতোমধ্যে ব্রাজিলের তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছেন এনড্রিক। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকে।

মাদ্রিদে স্পেনের বিপক্ষে তার দেওয়া গোলেই ৩-৩ ব্যবধানে ড্র করেছিল ব্রাজিল। কোপার আগে আরেক প্রীতি ম্যাচে মেক্সিকোকে তার দেওয়া অতিরিক্ত সময়ের গোলেই ৩-২ ব্যবধানে হারায় সেলেসাওরা।

এনড্রিকের ৯ নম্বর জার্সি পাওয়ার ব্যাপারে কোচ দরিভালও নিশ্চয়তা প্রদান করেছেন। তাছাড়া কেপায় ব্রাজিল একাদশে তার থাকাটাও অনেকটা নিশ্চিত বলা যায়।

জাতীয় দলের হয়ে প্রায় ৯০ মিনিট খেলে তিনটি গোল ইতোমধ্যে করেছেন। তবে কোনো ম্যাচেই ৩০ মিনিটের বেশি খেলতে পারেননি এনড্রিক। ব্রাজিলের কোপা আমেরিকা যাত্রা শুরু হবে জুনের ২৪ তারিখ কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

আরআর/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।