৬ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগে চ্যাম্পিয়ন্স পিএসজি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ এএম, ০৬ এপ্রিল ২০২৫

মেসি নেই, নেইমার কিংবা কিলিয়ান এমবাপেও নেই। তাতে কি! পিএসজি মোটেও হারিয়ে যায়নি। বরং, দলটি যেন হয়েছে আরও ধারালো, আরও শক্তিশালী। স্প্যানশি কোচ লুইস এনরিকের হাত ধরে এবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৬ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলেছে প্যারিসের ক্লাবটি।

শনিবার রাতে অ্যাঙ্গার্সের বিপক্ষে প্রয়োজন ছিল শুধু ড্র; কিন্তু বিজয়ের লগ্নে শুধু ড্র‘তে সন্তুষ্ট থাকেনি পিএসজি। অ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠে পিএসজির হয়ে ৫৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন ডিজায়ার দুয়ো।

২৮ ম্যাচ শেষে ফ্রেঞ্চ লিগে অপরাজিত থাকা পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৪। বাকি ৬ ম্যাচ যদি পিএসজি হেরে যায় এবং দ্বিতীয় স্থানে থাকা মোনাকো জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৬৮। ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা মার্শেই যদি সব ম্যাচ জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৭০। সুতরাং, পিএসজিতে আর পেছনে ফেলার সুযোগ নেই।

আরও পড়ুন

এবার নিয়ে টানা চতুর্থবার এবং ফ্রেঞ্চ লিগের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৩বার লিগ ওয়ানের শিরোপা জিতলো প্যারিস সেন্ট জার্মেই। ২০১২-১৩ মৌসুমের পর থেকে এ নিয়ে ১১তম শিরোপা জিতলো তারা। পিএসজিতে ২০১৩ সালে যোগ দেওয়া অধিনায়ক, ব্রাজিলিয়ান ফুটবলার মার্কুইনহোস জয় করেছেন ১০ম ফ্রেঞ্চ লিগ শিরোপা। ফরাসী লিগ জয়ী একমাত্র ফুটবলার তিনি, যার নামের পাশে ১০টি শিরোপা জ্বলজ্বল করছে।

৩০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান বলেন, `এটা অসাধারণ, দারুণ একটি ব্যাপার। আমি খুব খুশি। একটি শীর্ষ পর্যায়ের দলের সঙ্গে দীর্ঘদিন থাকা, অনেক বড় একটি বিষয়। এই শিরোপা ইতিহাসকে নতুন করে লিখিয়েছে। আমাদের ইচ্ছা হলো সব কিছু জয় করা।‘

কিলিয়ান এমবাপে যাওয়ার পর ফ্রেঞ্চ লিগে এটা পিএসজির প্রথম শিরোপা। যদিও টানা লিগ শিরোপা জয় করেছে তারা।

আইএইচএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।