ছক্কার নতুন রেকর্ড গড়লেন পারভেজ ইমন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ এএম, ১৮ মে ২০২৫

ক্যারিয়ারে অষ্টম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন পারভেজ হোসেন ইমন। আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচের আগের ৭টি টি-টোয়েন্টিতে একটি হাফ সেঞ্চুরিও ছিল না। ৭ ম্যাচ মিলে করেছিলেন ৮৮ রান।

কিন্তু শারজায় আজ আরব আমিরাতকে পেয়ে এক ম্যাচেই করে ফেললেন ১০০ রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। এই সেঞ্চুরি করার পথে দারুণ একটি রেকর্ডও গড়েন বাংলাদেশ দলের এই তরুণ ওপেনার।

সেঞ্চুরি পূরণ করতে খেলেন ৫৩ বল। ছক্কার মার মারেন ৯টি এবং বাউন্ডারি মারেন ৫টি। সে সঙ্গে টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও গড়লেন পারভেজ হোসেন ইমন।

এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ছক্কা মারার রেকর্ড ছিল রিশাদ হোসেনের। ২০২৪ সালের মার্চে সিলেটে ৩০ বলে ৫৩ রান করেছিলেন তিনি। তখন ছক্কা মেরেছিলেন ৭টি। এছাড়া দুইবার ৬টি করে ছক্কার মার মেরেছিলেন জাকের আলি অনিক।

পারভেজ ইমন আরও একটি রেকর্ড গড়েন। বাউন্ডারি থেকে (চার এবং ছক্কা) আজ তিনি সংগ্রহ করেন ৭৪ রান। ৯টি ছক্কায় ৫৪ + ৫টি বাউন্ডারিতে ২০ রান। এটাও বাংলাদেশি যে কোনো ব্যাটারের বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান করার রেকর্ড।

এর আগে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি ৭০ রান নেওয়ার রেকর্ড ছিল তামিম ইকবালের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ১০৩ রান করেছিলেন তামিম।

পারভেজ হোসেন ইমন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান। এর আগে একটি মাত্র সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তিনি ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে করেছিলেন ১০৩ রান। আজ শারজায় ইমন করলেন ১০০ রান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।