সুস্থ হচ্ছেন ডি মারিয়া


প্রকাশিত: ০৬:৫১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

নতুন বছরে ম্যানইউর সমর্থকদের জন্য সুখবর নিয়ে এসেছে ম্যানইউ কর্তিপক্ষ। ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে  উঠেছেন আর্জেন্টিনা ও ম্যানইউর তারকা মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।

শুক্রবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করতে নেমে পেলভিকের সমস্যায় পড়েন  তিনি।  

ডি মারিয়া বলেন,এই ইনজুরির সঙ্গে পায়ের কোনো সম্পর্ক নেই। এটি পেলভিক ইনজুরি। এখন আগের চেয়ে ভালো অনুভব করছি। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারব। চিকিৎসকরা আমাকে ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন।

বৃহস্পতিবার স্টোক সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। ওই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে মারিয়ার। চলতি মৌসুমে ম্যানইউর হয়ে ১২ ম্যাচ খেলে  গোল করেছেন  তিনটি।



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।