বিশ্রামে ওয়ার্নার


প্রকাশিত: ০৫:১৪ এএম, ২১ জানুয়ারি ২০১৫

ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পরের ম্যাচে দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে অস্ট্রেলীয় এই ব্যাটসম্যানকে।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পরের ম্যাচে অধিনায়ক জর্জ বেইলিকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া দল। এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তার অধীনে অস্ট্রেলিয়া স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া বেইলি।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়,বেইলির বদলে হোবার্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সফল ছিলেন তিনি।

এছাড়া পেসার জস হ্যাজলউডের গোড়ালিতে ব্যথা থাকায় তাকেও এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। আর ব্যক্তিগত কারণে খেলবেন না আরেক পেসার মিচেল জনসন। দলে ডাক পেয়েছেন শন মার্শ ও ক্যামেরন হোয়াইট। উল্লেখ্য দুই ম্যাচে একটি বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।