লিভারপুল-চেলসি ম্যাচ ড্র
ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুল ও চেলসির মধ্যের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। প্রতিপক্ষের মাঠে গোল করে কিছুটা এগিয়ে আছে হোসে মরিনহোর চেলসি।
খেলার ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড। বাকি সময় আরও কোন গোল না হলে ১-০ তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে চেলসি।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠে লিভারপুল। খেলার ৫৯ মিনিটে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান রহিম স্টার্লিং। বাকি সময় দুই দল আর কোন গোল করতে না পারলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এই ড্রয়ের ফলে লিভারপুলের বিপক্ষে টাটা চার ম্যাচ অপরাজিত থাকলো ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেলসি। সর্বশেষ আট ম্যাচে অলরেডদের কাছে মাত্র একটিতে হেরেছে চেলসি।
এমআর