আবারো আইপিএলে পাক ক্রিকেটার!


প্রকাশিত: ০৯:০১ এএম, ১১ মে ২০১৫

আইপিএল এর প্রথম আসরে নিজের মেলে ধরেছিল পাকিস্তান ক্রিকেটাররা। কিন্তু দ্বিতীয় আসরের আগে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর দুই দেশের দ্বি-পাক্ষিক সিরিজের সাথে সাথে বন্ধ হয়ে যায় পাকিস্তানিদের আইপিএল খেলা। তবে আশার কথা হল আগামী মৌসুম থেকে আবারো আইপিএলে খেলতে দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের।

ঢাকা থেকে সরাসরি দেশে না ফিরে সস্ত্রীক কলকাতার বিমান ধরেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। উদ্দেশ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান জগমোহন ডালমিয়ার সঙ্গে সাক্ষাৎ এবং ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট-সম্পর্ক পুনরুজ্জীবিত করা। দ্বিপাক্ষিক এই বৈঠক শেষে শাহরিয়ার জানালেন, আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় পাকিস্তান। বাংলাদেশও নিজেদের দেশের মাটিতে ভারত-পাক সিরিজ করতে আগ্রহী।

গতবছর পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির অংশ হিসেবেই ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টি-২০`র সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান। সমঝোতা অনুযায়ী, আগামী আট বছরে পাঁচটি সিরিজ খেলার কথা দু’দলের। তবে বাধা হয়ে আছে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন। ২০০৮ সালে মুম্বইয়ে পাকিস্তানি জঙ্গিদের হামলার পর থেকেই বন্ধ দু-দেশের দ্বিপাক্ষিক সিরিজ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।