চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ জুলাই ২০১৫

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলি সিগন্যাল কেবিনের সামনে সাত নম্বর লাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।

অপমৃত্যু আইনে মামলা দায়ের করে লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।