সিরিজ শেষ অ্যান্ডারসনের!
পিঠের পেশিতে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। বার্মিংহামে তৃতীয় টেস্ট চলাকালে প্রচণ্ড ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ইংলিশ এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে সিরিজের চতুর্থ টেস্টে আর খেলা হচ্ছেনা অ্যান্ডারসনের। তবে সব ঠিক থাকলে সিরিজের শেষ টেস্টে আবারো বল হাতে দেখা মিলতে পারে তার।
ম্যাচের দ্বিতীয় দিন নিজের ৯ম ওভারের দ্বিতীয় বল করার সময় পিঠের বাঁ দিকের পেশিতে টান পড়ে অ্যান্ডারসনের। পরে আরেকটি বল করেছিলেন। কিন্তু ওভার শেষ করতে পারেননি প্রথম ইনিংসে ৪৭ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেয়া এ ডানহাতি। প্রচণ্ড ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার আগে ১৫ রানে ১ উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজের ২-১ এ এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।
এমআর