আবারও ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে বাবর আজম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৮ আগস্ট ২০২০

টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে উঠেছিলেন পঞ্চম অবস্থানে। সেটাই ছিল ক্যারিয়ারসেরা র‌্যাংকিং। কিন্তু বেশি সময় সেখানে টিকতে পারেননি, ছয়ে নেমে যেতে হয়েছিল বাবর আজমকে।

সাউদাম্পটন টেস্টের পর পাকিস্তানি ব্যাটসম্যান আবারও ফিরেছেন তার ক্যারিয়ারসেরা পঞ্চম অবস্থানে। ৪৭ রানের ইনিংস তাকে তুলে দিয়েছে এক ধাপ ওপরে।

বাবরের দুই সতীর্থ ব্যাটসম্যান আবিদ আলি আর মোহাম্মদ রিজওয়ানও নিজেদের ক্যারিয়ারসেরা ব্যাটিং র‌্যাংকিংয়ের দেখা পেয়েছেন। আবিদ উঠেছেন ৪৯তম স্থানে, রিজওয়ান ৭৫তম।

ইংল্যান্ডের পেস জুটি স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসনেরও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। সাউদাম্পটন টেস্টে ৫৬ রানে ৪ উইকেট নেয়া ব্রড এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয় সেরা বোলার। ৬০ রানে ৩ উইকেট নেয়া অ্যান্ডারসন দুই ধাপ এগিয়ে ১৪ নম্বর অবস্থানে।

পাকিস্তানি বোলারদের মধ্যে মোহাম্মদ আব্বাস ২৮ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন। বোলার র‌্যাংকিংয়ে এখন তিনি অষ্টম স্থানে। তিনি ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে ছিলেন ২০১৮ সালের অক্টোবরে (তৃতীয় অবস্থানে)।

এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগত র‌্যাংকিংয়ে ২৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ১৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তান। ৩৬০ পয়েন্টে এই তালিকায় সবার ওপরে ভারত।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।