করোনামুক্ত হয়েও ইরান যেতে পারলেন না জহির রায়হান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১২ পিএম, ০৯ এপ্রিল ২০২১

দেশের অন্যতম সেরা অ্যাথলেট জহির রায়হানের জন্য আরেকটি দুঃসংবাদ। বাংলাদেশ গেমসে খেলতে পারেননি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়। এবার করোনামুক্ত হয়েও যেতে পারলেন না ইরানে চ্যাম্পিয়নশিপ খেলতে।

চারজন অ্যাথলেটের যাওয়ার কথা ছিল ইরানের ইমরান রেজা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। জহির রায়হানকে রেখেই শুক্রবার ভোরে ইরান রওনা হয়েছেন বাকি তিন জন মোহাম্মদ ইসমাইল, মাহফুজুর রহমান ও আল আমিন।

বাংলাদেশ গেমস শুরুর আগের দিন ৩১ মার্চ করোনা পরীক্ষা করিয়েছিলেন জহির রায়হান। পরেরদিন রিপোর্ট পজিটিভ আসলে গেমসে আর খেলা হয়নি। এরপর আশায় ছিলেন নেগেটিভ হয়ে ইরানে গিয়ে নিজের পারফরম্যান্স করবেন।

কিন্তু ৮ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়ে ফলাফল নেগেটিভ এলেও ইরান যেতে পারেননি বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেট।

আরআই/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।