তৃতীয় ম্যাচের বাংলাদেশ দল ঘোষণা


প্রকাশিত: ০৪:১৪ এএম, ২৪ নভেম্বর ২০১৪

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তৃতীয় ম্যাচের ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার আল আমিন হোসেন। তবে তার পরিবর্তে কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়নি।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। রবিবার জিম্বাবুয়ের বিপেক্ষ দ্বিতীয় একদিনের ম্যাচে ৬৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ৫ ম্যাচের সিরিজ ২-০ এগিয়ে বাংলাদেশ।

জিম্বাবুয়ের সিরিজের বাকি ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৬ ও ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর।

বাংলাদেশ দল : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ছাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আরাফাত সানী, শফিউল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।