মাঠ থেকে হাসপাতালে ফিল হিউজ


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৫ নভেম্বর ২০১৪

খেলার মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হলো ফিল হিউজকে। বিপজ্জনক বাউন্সারের আঘাত ক্ষমা করেনি তাঁকে। মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান এই ওপেনিং ব্যাটসম্যান শেফিল্ড শিডে ব্যাট করতে গিয়ে আহত হয়েছেন এই দুপুরে।

বাউন্সার ছেড়ে খেলতে থাকলেও এক অসতর্ক মুহূর্তে প্রতিপক্ষ নিউ সাউথ ওয়েলস ফাস্ট বোলার সিন অ্যাবটের বলে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিউজ। ওই দূর্ঘটনার পর হিউজের চিকিৎসা চলছে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে।

হিউজের দল আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‌তার অবস্থা গুরুতর। চিকিৎসকরা দেখছেন। বিস্তারিত অবস্থা পরে জানানো হবে।

এই ম্যাচেও দারুণ ব্যাট করছিলেন ২৫ বছরের ব্যাটার। আহত হবার আগে ১৬১ বলে চেয়ে থাকার মতো নিখুঁত এক ৬৩ রানের ইনিংস খেলেছেন হিউজ। হিউজের এই ইনজুরিতে দুশ্চিন্তায় এখন অস্ট্রেলিয়া ক্রিকেট কর্তৃপক্ষ। কারণ আগুনে ফর্মে থাকা এই ব্যাটসম্যানের আগামী সপ্তাহে শুরু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অজি দলে খেলা নিশ্চিতই বলা যায়। এই মৌসুমে শেফিল্ড শিল্ডে তিন ম্যাচে ১৭০ রান তার। গড় ৪২.৫০।

২০০৯ সালে টেস্ট অভিষেকের পর ম্যাচ খেলেছেন ২৬টি। গড় ৩২.৬৫। ৩টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। কিন্তু প্রথম টেস্টের দল ঘোষণা হয়েছে। সেই দলে রাখা হয়নি হিউজকে। পরের টেস্টগুলোতে ফেরার সম্ভাবনাময় এই সময়টাতেই অসুস্থ হয়ে ফেরার ব্যাপারে অনিশ্চয়তায় পড়ে গেলেন হিউজ, সাথে তাদের ক্রিকেট বোর্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।