আরচারি ও কারাতে ছাড়া বাকি সব দল এখন তুরস্কে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১২ পিএম, ০৭ আগস্ট ২০২২

ইংল্যান্ডের বার্মিংহ্যামে ২২ তম কমনওয়েলথ গেমসের পর্দা নামবে সোমবার। তবে বাংলাদেশের কমনওয়েলথ গেমস শেষ হয়েছে আগেই। ৭ ডিসিপ্লিনে ৩০ জন ক্রীড়াবিদ অংশ নিয়ে শূন্য হাতে গেমস শেষ হয়েছে বাংলাদেশের। টানা পাঁচ আসর পর এই প্রথম বাংলাদেশ পদকহীন কমনওয়েলথভূক্ত দেশগুলো নিয়ে আয়োজিত এই ক্রীড়াযজ্ঞে।

কমনওয়েলথ গেমসের ইতিহাসে এ পর্যন্ত বাংলাদেশের অর্জন ২টি সোনা, ৪টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। সব কটিই শুটিং থেকে। পদক উপহার দেওয়া সেই শুটিং আর সম্ভাবনাময় আর্চারি না থাকায় এবার খালি হাতে বাংলাদেশ। যদিও আন্তর্জাতিক গেমস থেকে খালি হাতে ফেরাটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। যুগযুগ ধরে চলে আসা ব্যর্থতার গল্পটাই নতুন করে শোনা গেছে বার্মিংহ্যামে।

একটি গেমস শেষ না হতেই আরেকটি গেমসের আগমন। কমনওয়েথ থেকে এবার ইসলামী সলিডারিটি গেমস, বার্মিংহাম থেকে তুরস্কের কোনিয়া। ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত হবে ইসলামী সলিডারিটি গেমস।

বার্মিংহ্যামে যে ৭ ইভেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ তার মধ্যে ৬টিই আছে কোনিয়াতে। বক্সিং বাদ পড়েছে, নতুন যোগ হয়েছে শ্যুটিং, আরচারি, কারাতে, হ্যান্ডবল, ফেন্সিং। ১১ ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নেবে ইসলামী সলিডারিটি গেমস।

বার্মিংহামে অংশ নেওয়া ডিসিপ্লিন আছে কোনিয়াতেও তারা ইংল্যান্ড থেকে সরাসরি চলে গেছে তুরস্ক। নতুন যোগ হওয়া ৫ ডিসিপ্লিনের মধ্যে কেবল কারাতে ও আরচারি দল এখনো যায়নি কোনিয়াতে।

রোববার তুরস্কের কোনিয়া থেকে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন সিরাজউদ্দিন মো. আলমগীর জাগো নিউজকে জানিয়েছেন,'কারাতে আর আরচারি ছাড়া বাকি সব দলই পৌছে গেছে এবং সবাই ভালো আছে। কারাতে ও আরচারি দল আসবে ১৪ আগস্ট।'

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।