মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন রোমান-দিয়া সিদ্দিকীরা
আগে পদক পাওয়া শ্যুটিং ও সম্ভাবনাময় আরচারি না থাকায় কমনওয়েলথ গেমস থেকে শূন্য হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। তবে ইসলামী সলিডারিটি গেমসে দুটি ডিসপ্লিন থাকায় এখান থেকে পদক জয়ের আশা করছেন কর্মকর্তারা।
তুরস্কের কোনিয়া শহরে মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ইসলামী সলিডারিটি গেমস। এই গেমসে অংশ নিতে বাংলাদেশ আরচারি দল যাচ্ছে সেদিনই।
১৫ সদস্যের বাংলাদেশ আরচারি দল মঙ্গলবার রাত ১১টায় তার্কিস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে। গেমসে আরচারি ডিসিপ্লিনের খেলা আগামী ১৫ আগস্ট শুরু হবে।
বাংলাদেশ আরচারি দল
সোহেল আকরাম-টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডরিক- প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ হাসান- সহকারী প্রশিক্ষক।
রিকার্ভ পুরুষ: মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, বিউটি রায়।
কম্পাউন্ড পুরুষ: মিঠু রহমান, মোহাম্মদ আশিকুজ্জামানল, সোহেল রানা।
কম্পাউন্ড মহিলা: শ্যামলী রায়, পুস্পিতা জামান ও রোকসানা আক্তার।
আরআই/এমএমআর/এএসএম