স্বর্ণজয়ী মাহফুজাকে সিইউজেএডির সংবর্ধনা


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সাউথ এশিয়ান (এসএ) গেমসের সাঁতারে দুটি স্বর্ণপদক জয়ী মাহফুজা খাতুন শিলাকে সংবর্ধনা দিয়েছে চিটাগং ইউনিভার্সিটি জার্নালিজম অ্যাসোসিয়েশন ঢাকা (সিইউজেএডি)। শিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজা খাতুন শিলা। তিনি সাউথ এশিয়ান গেমসে দুদিনে দুটি ইভেন্টে জিতেছেন সোনার পদক। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর আন্তর্জাতিক পর্যায়ে প্রথম সোনার পদক এটি। বিশ্ববিদ্যালয়ের শুরুতে অ্যাথলেট ছিলেন। পায়ের ইনজুরির জন্য বেছে নেন সাঁতার। ২০০৩ সালে শিলা ভর্তি হন বিকেএসপিতে, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

অনুষ্ঠানে শিলাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থীরা।

সিইউজেএডির সভাপতি মো. জসিম উদ্দিন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তন্ময় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বিভাগের সাবেক শিক্ষার্থী আতাউল গণি সমুন, পারভেজ চৌধুরী, মোমেনা আক্তার পপি, দিল আর নিলা, ইফতেখার রাজু, বারেক কায়সার প্রমুখ।

এএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।