রোনালদিনহোর চাওয়া ‘মেসি ৫০ বছর পর্যন্ত খেলুক’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ এএম, ১৮ ডিসেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

ক্লাবে মেসি যাকে আইডল মনে করে সেই রোনালদিনহোর হাত ধরেই বার্সেলোনা অধ্যায়ের শুরুটা করেছিলেন লিওনেল মেসি। খুব কাছ থেকে মেসিকে দেখেছেন এই ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর। মেসির তারুণ্যের সময়টাতে তাকে দিক নির্দেশনা দিয়ে সমৃদ্ধ করেছেন আজকের মেসি হওয়ার পথ।

কাতার বিশ্বকাপেও তাই ছোট ভাই তুল্য মেসির খেলা দেখতে ছুটে এসেছেন রোনালদিনহো। বিশ্বকাপের সেমিফাইনালে মেসি ম্যাজিকের রাতে স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার বিজয়গাঁথা। এই মেসিকে তিনি ৫০ বছর পর্যন্ত খেলতে দেখতে চান বলে জানিয়েছেন।

ফ্রেঞ্চ দৈনিক এলইকুয়েপের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘মেসির জন্য এই খেলাটা সাধারণই, তাই নয় কি? সে দীর্ঘদিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে খেলে যাচ্ছে। এটা তার শেষ বিশ্বকাপ। আমি নিশ্চিত, সে সবকিছুই করবে এই ট্রফিটা জয়ের জন্য। আমার কাছে মনে হয়, সে ৫০ বছর পর্যন্ত খেলতে পারবে কারণ তার যে কোয়ালিটি আছে তা অন্য কারোর নেই।’

এ সময় এমবাপেকে নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদিনহো। তিনি বলেন, ‘তার খেলা দেখে আমার ভালো লেগেছে। আমি তার জন্য খুবই খুশি। সে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই করেছে এবং সে এখনো অনেক তরুণ। তার সবধরণের কোয়ালিটি আছে এবং ঠাণ্ডা থাকছে। ব্রাজিলিয়ানরা এই ধরণের খেলোয়াড়কে তাদের দলে রাখতে পছন্দ করে।’

আরআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।