এশিয়া কাপ আরচারিতে রৌপ্য পেলেন বাংলাদেশের রুবেল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং  আরচারি টুর্নামেন্ট স্টেজ-৩ তে রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। রোববার রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রৌপ্য জিতেছেন তিনি।

এ নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অর্জন ১টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক। রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৪-৬ সেটে হেরে যান কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের কাছে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো: সাগর ইসলাম ও মো. মিশাদ প্রধান) ব্রোঞ্জ পদকের ম্যাচে ২-৬ সেটে কাজাখস্তানের নিকট পরাজিত হয়।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও ফামিদা সুলতানা নিশা) ব্রোঞ্জ পদকের ম্যাচে ৩-৫ সেটে উজবেকিস্তানের নিকট পরাজিত হয়।

বাংলাদেশ দল সোমবার সন্ধ্যায় দেশে ফিরবে।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।