মালাগার মাঠে গিয়ে হোঁচট খেলো রিয়াল


প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

লা লিগার শিরোপা জয়ের সব সম্ভাবনা বুঝি শেষ হয়ে গেলো রিয়াল মাদ্রিদের। এমনিতেই শীর্ষে থাকা বার্সেলোনা থেকে পিছিয়ে রয়েছে অনেক বেশি। তার ওপর, মালাগার মাঠে গিয়ে পয়েন্ট হারিয়ে আসলো জিনেদিন জিদানের দল। ১-১ গোলে ড্র করেছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদো একটা গোল করলেও, এদিন পেনাল্টি মিস করেছেন তিনি। ওই পেনাল্টিটি মিস না হলে অন্তত জয়টা তো নিয়ে ফিরতে পারতো লজ  ব্লাঙ্কোজরা!

মালাগার সঙ্গে ড্র করার ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান দাঁড়ালো স্পষ্ট ৯ পয়েন্টের। অর্থাৎ লিগের শেষ পর্যন্ত কোনোভাবে বার্সেলোনা যদি কমপক্ষে তিনটা ম্যাচ হারে আর রিয়াল মাদ্রিদ পয়েন্ট না হারায়, তাহলে শিরোপা জয়ের সম্ভাবনা কিছুটা হলেও থাকবে তাদের। যা রীতিমতো অসম্ভব ব্যাপার। লিগে দু’দলের বাকি আছে আর ১৩টি করে ম্যাচ।

খেলার ৩২তম মিনিটেই দুর্দান্ত এক হেডে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন রোনালদো। ডান দিক থেকে টনি ক্রুসের ফ্রি কিক বক্সের মধ্যে পেয়ে জোরালো হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। তবে, টিভি রিপ্লেতে দেখা যায়, অফসাইডে ছিলেন এই পর্তুগিজ উইঙ্গার। এবারের লা লিগায় রোনালদোর এটা ২২তম গোল। ২৫ গোল নিয়ে তার উপরে রয়েছেন বার্সেলোনার লুইস সুয়ারেজ।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সবচেয়ে সুবর্ণ সুযোগটি নষ্ট করেন রোনালদো। বক্সের মধ্যে তাকে ব্রাজিলের মিডফিল্ডার ওয়েলিংটন ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে তিনবারের বর্ষসেরার দুর্বল স্পটকিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মালাগার গোলরক্ষক কার্লোস কামেনি।

পুরো ম্যাচেই মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের পরীক্ষা নিয়েছে মালাগা। বেশ কিছু জোরালো আক্রমণ ঠেকিয়ে রিয়ালকে বাঁচিয়ে দেন তিনি। যদিও একের পর এক আক্রমণ করতে থাকা মালাগার সামনে ৬৭তম মিনিটে আর বাধা হতে পারেননি নাভাস। ১৮ গজ বক্সে ফাঁকায় বল পেয়ে বিদ্যুৎ গতির শটে দলকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার রাউল আলবেনতোসা।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।