ম্যানসিটিকে গোলবন্যায় ভাসালো চেলসি


প্রকাশিত: ০৮:১১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

দুর্দিন কাটিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে সুদিন ফিরতে শুরু করেছে সম্ভবত। গাস হিডিঙ্কের অধীনে চেলসির জয়রথ অব্যাহত রয়েছে। ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে পরিবর্তিত ম্যানচেস্টার সিটিকে পেয়ে গোলবন্যায় ভাসালো চেলসি। ৫-১ গোলে হারিয়ে সিটিকে ইত্তিহাদে পাঠালো চেলসি।

এ নিয়ে টানা তিন ম্যাচ হারলো ম্যানসিটি। প্রিমিয়ার লিগে লেস্টার সিটি এবং টটেনহ্যামের কাছে হারের পর এফএ কাপে হারলো ম্যানসিটি। তবে, এই ম্যাচে দলে আমূল পরিবর্তন আনলেন সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি। একেবারে শতভাগ পরিবর্তন। নিয়মিত একাদশের কেউ ছিল না চেলসির বিপক্ষে এই ম্যাচে।

কারণ, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে। এরপর আগামী রোববার ওয়েম্বলিতে মাঠে নামবে ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে। এই দুই ম্যাচের জন্য আসল শক্তির পুরোটাই ধরে রেখেছেন তিনি। যে ১১ জন মাঠে নামিয়েছেন, এদের মধ্যে ৫ জনই একেবারে নতুন, সিটির হয়ে অভিষেক হলো এই ম্যাচে।

অপরদিকে গাস হিডিঙ্ক এফএ কাপে নিজের শতভাগ সাফল্য ধরে রেখেছেন। এ নিয়ে ৬টি ম্যাচ খেলতে নেমেছে তার দল। সবগুলোতেই জয়। ২০০৯ সালেও চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হয়ে জিতেছিলেন এফএ কাপ। এবারও জিততে চলেছেন। আর হোসে মরিনহোর বিদায়ের পর হিডিঙ্কের অধীনে ১৩ ম্যাচ খেলে মাত্র ১টিতে হেরেছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজের এই ম্যাচের ৩৫তম মিনিটেই চেলসিকে এগিয়ে দেন দিয়েগো কস্তা। দুই মিনিট পর ম্যানসিটিকে সমতায় ফেরান ডেভিড পাওফালা। প্রথমার্ধ শেষ হলো ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধেই চেলসি তাণ্ডব সহ্য করতে হয়েছে ম্যানসিটিকে।

৪৮তম মিনিটেই চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। ৫৩ মিনিটে গোল করেন গ্যারি কাহিল। ৬৭ মিনিটে আবারো গোল। এবার গোলদাতা ইডেন হ্যাজার্ড। ৮৯ মিনিটে ম্যানসিটির পরাজয়ের ষোলকলা পূর্ণ করে দিলেন  বারট্রান্ত ট্রাওরে।

আইএচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।