ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন রেফারি
ফুটবল ম্যাচে অনেক নাটকীয় ঘটনাই ঘটে। তবে রোববার রাতে বায়ার লিভারকুজেন ও বুরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার খেলায় যা ঘটলো তা বুন্দেসলিগার ইতিহাসে প্রথমবারের মত ঘটনা। ম্যাচ শেষ হওয়ার আগেই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন রেফারি ফেলিক্স জোয়ের।
ম্যাচের ৬৪ মিনিটে গোল করে বুরুশিয়া ডর্টমুন্ড লিড নেয়। এরপরই সেই গোল শুরু হয় যত গণ্ডগোল। গোল হবার পরই, লিভারকুজেনের কোচ রজার শ্মিট বলেন, যে ফ্রি কিকে গোল হয়েছে সেটি সঠিক স্থান থেকে নেয়া হয়নি। তাই এটি গ্রহণযোগ্য হতে পারে না।
এই নিয়ে কথা বলতে বলতে মি. শ্মিট খেলার মাঠে টেকনিক্যাল এরিয়াতে চলে আসেন। কিন্তু ডাগ আউট থেকে মি. শ্মিটকে চলে যেতে বলার জন্য লিভারকুজেনের ভারপ্রাপ্ত অধিনায়ককে নির্দেশ দেন রেফারি। কথা শোনেননি মি. শ্মিট। এরপর রেগে গিয়ে ম্যাচ পরিত্যক্ত করে মাঠ ছেড়ে বেরিয়ে যান রেফারি ফেলিক্স।
এমআর/পিআর