টেনিসের বালক-বালিকা দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

ঢাকার রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে চলছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের খেলা। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দ্বৈতের ৭ এবং এককের ১৮টিসহ মোট ২৫টি খেলা অনুষ্ঠিত হয়।

বালক এককের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের জাওয়াদ ভূঞা ৬-১, ৬-১ গেমে নেপালের নিশাদ যোশিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এবং বাংলাদেশের তানভির মুন তুষার ৪-৬, ১-৬ গেমে পাকিস্তানের রোহানের কাছে হেরে যান।

অপরদিকে বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের হুমায়রা হায়দার ০-৬, ০-৬ গেমে চাইনিজ তাইপের ইয়েন সি চ্যাং এর নিকট পরাজিত হয়।

বালক দ্বৈতে বাংলাদেশের জাওয়াদ-তুষার জুটি ৬-২, ৬-২ গেমে লাওসের দায়মন বওথালা - অথিত ক্যাসিং জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। বালিকা দ্বৈতের খেলায় বাংলাদেশের হুমায়রা হায়দারা জারা-সুমাইয়া আক্তার জুটি ৬-২, ৬-৪ গেমে মঙ্গোলিয়ার আলদারখিশিং-গনবতার জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।

মঙ্গলবার সকাল ৯টা হতে বালক এককের কোয়ার্টার ফাইনাল, বালিকা এককের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।