টেনিসের বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

 

ঢাকার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে চলতি আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের তৃতীয় দিনে বালক দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের জাওয়াদ-তুষার জুটি ০-৬, ৭-৫, ১০-৩ গেমে মিয়ানমারের ফি সার-দার জুটিকে এবং পাকিস্তানের রোমান-তালহা জুটি ৬-০, ৬-১ গেমে মালদ্বীপের নাজিহ-নিয়াজ জুটিকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

বালিকা দ্বৈতের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের জারা-সুমাইয়া জুটি ০-৬, ১-৬ গেমে মিয়ানমারের ছার-মিন্ট জুটির নিকট পরাজিত হয়েছে। অপর সেমিফাইনালে চাইনিজ তাইপের ছিয়াং-ঝং জুটি ৬-১, ৬-৩ গেমে নেপালের সাত্ত্বিকা-শিবালী জুটিকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

বালক এককের কোয়ার্টারফাইনালে বাংলাদেশের জাওয়াদ ভূঁইয়া ৩-৬, ৬-৪, ৪-৬ গেমে মিয়ানমারের দার- এর নিকট পরাজিত হয়। বালক এককের অন্যান্য কোয়ার্টারফাইনালে পাকিস্তানের তালহা, চাইনিজ তাইপের শাওচি ও পাকিস্তানের রোমান সেমিফাইনালে উঠেছে।

বালিকা এককের সেমিফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-২ গেমে নেপালের শিভালী গুরুংকে এবং মিয়ানমারের থাই হায়াত মিন্ট ৬-২, ৬-১ গেমে চাইনিজ তাইপের ইয়েন-নি ছিয়াংকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

বুধবার সকাল ৯টা থেকে বালিকা এককের ফাইনাল, বেলা সাড়ে ১১টায় বালিকা দ্বৈতের ফাইনাল, বেলা দেড়টায় বালক দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।