মাঝপথে উদ্বোধন করপোরেট নারী কাবাডি লিগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

দেশের প্রথম করপোরেট নারী কাবাডি লিগ শুরু হয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। ছয় দলের এই খেলা হচ্ছে ডাবল লিগ ভিত্তিতে। প্রথম লেগ শেষে শুরু হয়েছে ফিরতি লেগের খেলা।

মাঝপথে রোববার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে দেশের প্রথম করপোরেট নারী কাবাডি লিগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

জাতীয় কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান।

আরও পড়ুন: উপমহাদেশের কাবাডি যেভাবে পাড়ি জমালো ইংল্যান্ডে

উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও করপোরেট নারী লিগের ভাইস চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক, সদস্য সচিব আরিফ মিহিরসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

রোববার লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে ঢাকা টুয়েলভ ৩৫-২০ পয়েন্টে হারিয়েছে মতলব থান্ডারকে।

লিগ উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেছেন, করপোরেট লিগ নারী জাতীয় কাবাডি দলের জন্য শক্তিশালী পাইপলাইন হতে পারে। এটা নিয়মিত রাখতে পারলে দেশের কাবাডির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

আরও পড়ুন: ‘এখন মনে হয় কাবাডি খেলায় এসে ভালোই করেছি’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, মেয়েদের করপোরেট লিগ হওয়ায় কাবাডিতে রীতিমত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নারী খেলোয়াড়দের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটাবে। এর সুফল পেতে করপোরেট লিগ নিয়মিত আয়োজন করা জরুরি।

কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ক্রিকেট ও ফুটবলের মেয়েরা ভালো পারিশ্রমিক পাচ্ছে। করপোরেট লিগ হওয়ায় কাবাডির মেয়েরাও আর্থিকভাবে লাভবান হবে। তখন মেয়েরা কাবাডির প্রতিও আগ্রহী হবেন। পর্যাপ্ত খেলোয়াড় পাওয়া গেলে সেখান থেকে অধিক সংখ্যক মেধাবী খুঁজে বের করা সম্ভব হবে। করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে।

আরও পড়ুন: ‘ক্রিকেটের মতো কাবাডি খেলোয়াড়দেরও বেতনের আওতায় আনতে হবে’ 

প্রথম করপোরেট লিগে অংশ নিচ্ছে বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স।

আরআই/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।