দেশে ফিরেছে সাকিবের রাজকন্যা


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

জন্মের চারমাস ১৮ দিনের মাথায় প্রথমবারের মতো বাংলাদেশে আসলো সাকিবের রাজকন্যা আলাইনা হাসান অব্রি। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে মায়ের সাথে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিয়ে শনিবার ঢাকা পৌঁছান সাকিব কন্যা। মা উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের নয় নভেম্বর যুক্তরাষ্ট্রে সাকিব-শিশিরের কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। তারপর থেকেই বাংলাদেশ-যুক্তরাস্ট্র ভ্রমণের উপর রয়েছেন সাকিব। মাঝে দুবাইয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে সেখান থেকে দেশে ফিরে এশিয়া কাপ খেলছেন সাকিব।

এই সময়টা স্বামীর থেকে দূরেই ছিলেন শিশির। তবে সেই অপেক্ষার প্রহরটা খুব বেশি দীর্ঘ হল না। এর মাঝেই সন্তানকে নিয়ে চলে এলেন ঢাকায়। ঢাকায় এসে শিশির জানিয়েও দিলেন যে, স্বামীর পাশে থাকার চেয়ে আনন্দদায়ক আর কিছু হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির লিখেছেন, ‘আমার স্বামী, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ, যে সব সময় দৃঢ় থাকে, তার পাশে থাকাই হল আনন্দ।’

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।