অলরাউন্ডার সাব্বিরের সেঞ্চুরি ম্লান করে জয় প্রাইম ব্যাংকের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৩ এএম, ১৯ মার্চ ২০২৩

ব্রাদার্সের তরুণ অলরাউন্ডার সাব্বির হোসেন নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন। তার অনবদ্য শতকসহ দারুন অলরাউন্ড পারফরমেন্স গেছে বিফলে।

নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ব্রাদার্সের সাব্বির ৪৯ রানে ৩ উইকেট দখলের পাশাপাশি ১২৫ রানের দারুন এক ইনিংস উপহার দেন; কিন্তু তাতেও কোনোই লাভ হয়নি। ম্যাচে প্রাইম ব্যাংক জয়ী হয় ৫৮ রানের বড় ব্যবধানে।

টপ অর্ডারে প্রতিক নওরোজ নাবিল অর শাহাদাত হোসেন দিপুর চওড়া ব্যাটে প্রাইম ব্যাংক ২৬৮ (৮ উইকেট) রানের লড়াকু পুঁজি গড়ে। পরে দুই পেসার রেজাউর রহমান রাজা আর রুবেল হোসেন বল হাতে জ্বলে উঠলে প্রাইম ব্যাংকের বড় জয় নিশ্চিত হয়ে যায়। রাজা ৪ উইকেট দখল করেন ৩৭ রান দিয়ে। রুবেল হোসেনেরর ঝুলিতে ৩ উইকেট জমা পড়ে ৩৪ রানে।

প্রাইম ব্যাংক: ২৬৮/৮, ৫০ ওভার (প্রতিক নওরোজ নাবিল ৮৩, শাহাদাত দিপু ৪৩, মিঠুন ১৬, নাসির ১১, আদিল ১৩, আল আমিন জুনিয়র ২০, অলক কাপালি ২৮, তাইজুল ১৬, সাব্বির হোসেন ৩/৪৯, আসাদুল্লাহ গালিব ১/৫৫, সঞ্জিত সাহা ১/৪৭, সাকলাইন সজিব১/৩৫, রাহাতুল ফেরদৌস জাভেদ ১/৫০)।

ব্রাদার্স ইউনিয়ন: ২১০/১০, ৪০.১ ওভার (সাব্বির হোসেন ১২৫, তানজিম হাসান তামিম ১৪, আনিসুল ইসলাম ৪০, রাহাতুল ফেরদৌস জাভেদ ১৩, রেজাউর রহমান রাজা ৪/৩৭, অলক কাপালি ২/২৬, রুবেল হোসেন ৩/৩৪, নাসির হোসেন ১/৩৮)।

ফল: প্রাইম ব্যাংক ৫৮ রানে জয়ী।

এআরবি/আইএইচএস/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।