গাভাস্কারও সুযোগ দেখছে বাংলাদেশের


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৬ মার্চ ২০১৬

চার বছর পর আবারও এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। বদলেছে প্রতিপক্ষ, বদলেছে ক্রিকেটের সংস্করণ। সেই সঙ্গে বদলেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে সর্বশেষ টানা তিন ম্যাচ জিতে বিশ্বকে জানিয়ে দিয়েছে নিজেদের উন্নতির ছাপ। নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে  মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মোকাবেলায় নামবে।
 
বাংলাদেশ এর আগে এশিয়া কাপ জেতেনি। এবার ওদের সামনে দারুণ সুযোগ নিজেদের দর্শকদের সামনেই কাপ জেতার। এমনটাই মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। এ নিয়ে তিনি বলেন, ২০১২–তে বাংলাদেশ অল্পের জন্য হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। তবে এখন ওরা অবশ্য অনেক অভিজ্ঞ। যে নতুন প্লেয়ারদের তুলে আনা হয়েছে, দলের সঙ্গে সবাই মানানসই। এই বাংলাদেশ দলে র‌য়েছে কয়েকজন ম্যাচ উইনার, যাদের ক্ষমতা আছে ভারতকে আশাহত করে শিরোপা জেতার।
 
তবে এই মুহূর্তে ভারতও ছন্দে রয়েছে নিঃসন্দেহে। মহেন্দ্র সিং ধোনির ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়া তো আছেই, সেই সঙ্গে বলতে হবে দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণের কথা। ফলে আশা করা যায় এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।