এশিয়া কাপের শিরোপা জিতবে বাংলাদেশ


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৬ মার্চ ২০১৬

প্রথম বারের মত এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এ ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে শিরোপা জয়ের স্বাদ নিবে বাংলাদেশ। এমনটাই মনে করেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট মুস্তাফা কামাল।
 
শনিবার গুলশনে নিজের বাসভবনে তিনি বলেন, কাগজে কলমে ভারত ফেভারিট থাকলেও মাশরাফির নেতৃত্বে টাইগারদের জয় এক প্রকার নিশ্চিত।  ঘরের মাঠে সৌম্যরা অনেক খোলা মনে খেলতে নামবেন। সব শক্তি দিয়ে ঝাঁপাবেন এবং জিতবেনও।
 
মেলবোর্নে বিশ্বকাপে এই ভারতের কাছেই বাংলাদেশের হারের পর বেজায় চটে ছিলেন মুস্তাফা কামাল। অভিযোগ তুলেছিলেন, শ্রীনিবাসনের কারণেই ভারতের হয়ে পক্ষপাতিত্ব করেছিল আইসিসি। তবে ভারতীয় ক্রিকেটে অস্তমিত শ্রীনি যুগ। বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরকে নিয়ে খুশি মুস্তাফা কামাল। এনিয়ে তিনি বলেন, মেলবোর্নের ঘটনা আর তার মনে নেই। মনে রাখতে চান না।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।