ব্যাডমিন্টনে সমঝোতার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর

শেষ পর্যন্ত সমঝোতার কমিটিই হলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে। আজ (বৃহস্পতিবার) ছিল নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
২৪ পদের বিপরীতে ২৪ জন বাদে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে সবাইকে প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত নির্বাচন কমিশন।
নির্বাচনে দুটি পক্ষ ছিল মুখোমুখি। একটির নেতৃত্বে ছিল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, অন্য পক্ষ ছিল সাবেক খেলোয়াড়দের নিয়ে। বৃহস্পতিবার দুইপক্ষ সমঝোতার সভা করে অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। আগামী ২২ মে হওয়ার কথা ছিল নির্বাচন।
যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন-
সহসভাপতি : জোবায়দুর রহমান রানা, আমির হোসেন বাহার, কামরুন নাহার ডানা, মো. জিয়াউল হক।
সাধারণ সম্পাদক : মো. আলমগীর হোসেন।
যুগ্ম সম্পাদক : মো. দিদারুল আলম ও রাসেল কবীর সুমন।
কোষাধ্যক্ষ : জহিরুল ইসলাম স্বপন।
সদস্য : সিরাজুল ইসলাম শামীম, তাপনুন নাসরিন, মাহবুবুর রব, মো. মোসাদ্দেক আলী, রাইসুল আলম খান, মো, আনোয়ারুল হক, এ্ফ এম সাদরুল আমীন, মো. মনিরুজ্জামান, মাহমুদুর রহমান রিয়াদ, গোলাম সারোয়ার ফারুক, নাজিব ইসমাইল, অহিদুর রহমান রাজু, তারেক মাহমুদ, মো. আরিফুল আনাম, মো. নূর শাহিন ইসলাম লাল, উথোয়াইচিং রোয়াজা।
আরআই/এমএমআর/জেআইএম