মেসি-নেইমার জাদুতে বার্সার গোল উৎসব


প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৩ মার্চ ২০১৬

লা লিগায় টানা ১১ম্যাচ জয়ের পর বেশ উজীবিত ছিল বার্সালোনা। তাইতো ১২তম ম্যাচটিকে গোল উৎসবে পরিণত করে নিজেদের সক্ষমতার পরিচয় আরেকবার জানান দিল মেসি-নেইমারের দল। শনিবার নিজেদের মাঠে গেটাফের বিপক্ষে ৬-০ গোলের এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষদেরও সতর্কবার্তা দিয়ে রাখল এনরিকের শিষ্যরা।
 
এ মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেসের অনুপস্থিতি প্রতিপক্ষকে কিছুটা স্বস্তি দিয়েছিল। তাইতো বেশ স্বাচ্ছন্দেই ম্যাচের শুরু করছিল গেটাফ। তবে ৮ মিনিটে সেই স্বস্তি যেন আতঙ্কে পরিণত করেন হুয়ান রদ্রিগেজ। জর্ডি আলবার নীচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন এই তারকা।

নিজেদের  সেই ধাক্কা সামাল দিতে না দিতেই ১১ মিনিটে আরেকটি ধাক্কা। সৌভাগ্য যেন কড়া নাড়ছিল নেইমারদের। তাইতো কিছুক্ষনের মধ্যেই বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। কিন্তু সেই পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। তবে পেনাল্টি মিস হলেও প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেয়নি মেসি-নেইমাররা।

ম্যাচের ২০ মিনিটে মেসির বাড়ানো বলে হেড করে ব্যবধান দিগুন করেন মুনির। এর ১২ মিনিট পর আবারও গোলের যোগানদাতা মেসি। ডি-বক্সে নিখুঁতভাবে বাড়ানো বলে প্রথম ছোয়াতেই গোল করেন নেইমার।

দুটি গোলে অবদান রাখার পর ম্যাচের ৪১ মিনিটে গোলের খাতায় নাম লেখান মেসি। ডি-বক্সের একটু বাইরে থেকে নেওয়া তার জোরালো শট এবার রুখতে ব্যর্থ হয় গোলরক্ষক। ফলে ৪-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও একের পর এক আক্রমণ বার্সেলোনার। ম্যাচের ৪৯ মিনিটে এমন একটি আক্রমণ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন তুরান। ৫১ মিনিটে মেসির নিখুঁত ভাবে বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। এই মৌসুমে লা লিগায় গোল হল তার ২০টি।

ম্যাচের ৫৭ মিনিটে দ্বিতীয় সুযোগটা আর নষ্ট হতে দেননি তুরান। ওভারহেড কিকে বল জালে পাঠান আতলেতিকো মাদ্রিদ থেকে এই মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলার। বাকি সময় আর গোল না হলে ৬-০ গোলের  বড় জয় নিয়েই মাথ ছাড়ে মেসি-নেইমাররা। আর এ নিয়ে টানা ৩৭টি ম্যাচে অপরাজিত রইলো কাতালান ক্লাবটি।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।