হকির নির্বাচন

তিনদিন আগেই সবাইকে বিজয়ী ঘোষণা এনএসসি’র

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১২ জুন ২০২৩

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে যে ভোটের যুদ্ধ হচ্ছে না, তা নিশ্চিত হয়েছিল রোববার ২৮ পদের বিপরীতে ২৮টি মনোনয়নপত্র জমা পড়ায়। যে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া ছিল সময়ের ব্যাপার।

তফসিল অনুযায়ী আজ (সোমবার) মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা। তবে জাতীয় ক্রীড়া পরিষদ আজকেই সবাইকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করেছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য আছে ১৫ জুন। সাধারণত পদের বিপরীতে প্রার্থী বেশি না থাকলে মনোয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনই প্রাথমিকভাবে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। হকির নির্বাচনে বাছাইয়ের পরই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হলো।

কেন এমন করা হয়েছে? জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা এবং হকির নির্বাচনের রিটার্নিং অফিসার এসএম কবিরুল হাসান জাগো নিউজকে বলেছেন, ‘আজ (সোমবার) ছিল মনোনয়নপত্র বাছাই। কারো মনোনয়নপত্রই বাতিল হয়নি। অর্থাৎ ২৮টি মনোনয়নপত্রই বৈধ। ১৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের দিন।’

‘কিন্তু সোমবার ২৮ প্রার্থীই একটি চিঠি দিয়ে জানিয়েছেন তারা কেউই মনোয়নপত্র প্রত্যাহার করবেন না। এই চিঠির পর নির্বাচনের আর কোনো প্রক্রিয়া বাকি রইলো না। যে কারণে, আমরা প্রাথমিক ফলাফল ঘোষণা করেছি। ২৮ জনের এই চিঠি না পেলে আমাদের ১৫ জুন পর্যন্ত অপেক্ষা করতে হতো।’

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।