চলে গেলেন কাবাডির ইমরান
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিস সহকারী মো. ইমরান হোসেন আর নেই। শুক্রবার রাত সাড়ে ১২টার সময় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলনবাজার সৈয়দপুর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত ক্যানসার, কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর গাজীপুর কালীগঞ্জে জানাজার পর তাকে দাফন করা হবে।
মো. ইমরান হোসেন ১৯৯৮ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশনে অফিস সহকারী পদে যোগ যোগদান করেন। ফেডারেশনে খণ্ডকালীন কর্মজীবী হলেও তিনি ছিলেন কাবাডির অকৃত্রিম বন্ধু ও অনেক ইতিহাসের স্বাক্ষী।
একজন দক্ষ ও কর্মঠ কর্মী হারানোয় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি (টুরিস্ট পুলিশ) হাবিবুর রহমান গভীর শোকজ্ঞাপন ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরআই/এমএমআর/এমএস