ঢাকায় জিমি-আশরাফুলদের কোরিয়ান কোচ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০২ জুলাই ২০২৩

এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় হকি দলের জন্য যে কোরিয়ান কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন, তিনি এখন ঢাকায়। গতকাল (শনিবার) রাত ১টার দিকে কোরিয়া থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ইয়ং কিউ কিম নামের এই কোচ।

ঈদের ছুটি কাটিয়ে আজ (রোববার) বিকেলে ক্যাম্পে ফিরেছেন হকি খেলোয়াড়রা। আবাসিক ক্যাম্প শুরু হয়েছিল ৪০ জন নিয়ে। তাদের মধ্যে থেকে ৩১ জন নিয়ে আবার শুরু হচ্ছে অনুশীলন।

রোববার বিকেলে নতুন কোচ গিয়েছিলেন হকি ফেডারেশনে। সেখানে রিপোর্টিং করা খেলোয়াদের সঙ্গে কথা বলেছেন তিনি। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এহসান রানা জাগো নিউজকে বলেছেন, ‘আজ ডিনারের মধ্যে আমরা সব খেলোয়াড়কে রিপোর্ট করতে বলেছি। এরই মধ্যে অনেকে চলে এসেছেন। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই সবাই ক্যাম্পে রিপোর্ট করবেন। আগামীকাল (সোমবার) সকাল ৭টা থেকে কোরিয়ান কোচের অধীনে অনুশীলন শুরু হবে জিমি-আশরাফুলদের।'

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই গেমসের জন্য নিয়োগ দেওয়া ৫৪ বছর বয়সী এই কোচ বাংলাদেশ হকিতে পরিচিত মুখ। গত ডিসেম্বরে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি হকি লিগে রুপায়ন সিটির কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আপাতত এশিয়ান গেমস পর্যন্ত কোরিয়ান কোচকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে বলেই এই কোচকে এশিয়ান গেমসের জন্য পছন্দ করেছে ফেডারেশন।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।